নতুন দলের নাম পাঞ্জাব লোক কংগ্রেস রাখলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে নতুন দলের নাম ঘোষণা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷

বিগত কয়েকমাস যাবদ অশান্ত ছিল পাঞ্জাব কংগ্রেস। সিধু বনাম ক্যাপ্টেন সিংয়ের লড়াই ছিল শিরোনামে। পরে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্কের সমাপন ঘটান ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ নতুন দল গঠন করে কংগ্রেসের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়েছেন তিনি।

মাস কয়েক পর পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে পাঞ্জাব লোক কংগ্রেস। এবার বিজেপির সঙ্গে আসন সমঝোতা করবে তাঁর দল৷ নভজ্যোৎ সিং সিধু যেখানেই দাঁড়াবে, প্রতিপক্ষ হয়ে তাঁর দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি৷

শুধুমাত্র বিজেপি নয়, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দলের সঙ্গে যুক্ত হতে পারে শিরোমণি আকালি দলের একটি অংশ। নির্বাচনে ব্যবহার করা হতে পারে কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখগুলিকেও। কংগ্রেস থেকে আসতে পারেন একাধিক বিধায়ক।

এর আগে দুই বার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। সেই দুইবারের কাজের খতিয়ান মানুষের সামনে তুলে ধরে ভোট চাইবেন তিনি। কৃষকদের সমস্যার কথা কেন্দ্রের সরকারের কাছে তুলে ধরে দিল্লি যাবে পাঞ্জাব লোক কংগ্রেসের প্রতিনিধি দল।

সম্পর্কিত পোস্ট