গান্ধী পরিবারের সঙ্গে অকৃত্রিম ঘনিষ্ঠতার সমাপন, নতুন দল ঘোষণার পথে ক্যাপ্টেন অমরিন্দর

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: প্রায় ৫২ বছর ধরে গান্ধী পরিবারের (Gandhi Family) সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তাঁর। সেনাবাহিনী ছেড়ে যোগ দিয়েছিলেন দেশের সবচেয়ে পুরাতন দলে। একসময় ঠিক করেছিলেন আর রাজনীতি নয়। চিঠিও দিয়েছিলেন সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ।

কিন্তু রাজনৈতিক রোষানলে ৮০ বছরের ‘যুবক’ ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) নতুন দল গঠন করে নামছেন পাঞ্জাব রাজনীতিতে। বুধবার সাংবাদিক বৈঠক করে নতুন দল গঠন করতে চলেছেন পাঞ্জাবের দু’বারের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷

ক্যাপ্টেন সিংয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নতুন দলের নাম হতে পারে পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok congress)। নিজের ফেসবুক পেজের (Facebook Page) মাধ্যমে সারা দেশের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে চান তিনি।

যদিও কংগ্রেসের (Congress) সঙ্গে সম্পর্ক বিচ্যুতি হওয়ার পরেই আলাদা করে দল গঠনের চিন্তাভাবনা নিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। সেক্ষেত্রে বিজেপির সঙ্গে সমঝোতায় যেতে পারেন তিনি। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দেওয়া প্রস্তাব বিজেপি লুফে নিলেও শর্ত রয়েছে। পাঞ্জাবের কৃষকদের সমস্যার সমাধান করতে হবে।

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ আলাপন বন্দ্যোপাধ্যায়

এমনিতেও তাঁরই উপস্থিতিতে উত্তর ভারতের একটিমাত্র রাজ্যে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বিজেপি৷ তাই অমরিন্দর সিংয়ের মতো নেতার সঙ্গে সমঝোতায় আখেরে লাভই হবে তা ভালোমতো টের পাচ্ছেন মোদি-শাহের দল।

শুধুমাত্র বিজেপি নয়, এই মুহুর্তে দুটি ভাগে ভাগ হওয়া আকালি দলের একটি অংশের সমর্থন পাবেন বলে জানিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবীদ। দলে প্রাধান্য পেতে পারেন দীর্ঘমেয়াদী কৃষক আন্দোলনের বেশ কয়েকজন নেতাও। কংগ্রেসের বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, বরং ক্ষমতায়নের লক্ষেই রাজনীতিতে নতুন করে এন্ট্রি হচ্ছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের৷

সম্পর্কিত পোস্ট