নতুন দল গঠন করে নির্বাচনী ময়দানে নামতে চান ক্যাপ্টেন অমরিন্দর সিং

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মাসকয়েক যাবদ পাঞ্জাব কংগ্রেসে সিধু বনাম ক্যাপ্টেন সিংয়ের গৃহযুদ্ধ সারা দেশের আলোচনার শীর্ষে ছিল। সেই যুদ্ধের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ এরপর মুখ্যমন্ত্রী হন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু ঘনিষ্ঠ চরণজিৎ সিং চান্নি।

নির্বাচনের কয়েকমাস আগে এই দ্বন্দ্ব কংগ্রেসের কাছে বিড়ম্বনার কারণ। তেমনি কংগ্রেসের সিদ্ধান্ত ক্যাপ্টেন সিংয়ের কাছেও বিড়ম্বনার কারণ। তাই নিজের নতুন দল গঠন করে ২০২২ এর নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের ডঙ্কা বাজালেন।

এদিন ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, পাঞ্জাবের ভবিষ্যতের জন্য লড়াই শুরু হয়েছে। পাঞ্জাবের মানুষের উন্নয়নের স্বার্থে নিজের নতুন দল গঠন করবেন তিনি। এমনকি প্রায় একবছর ধরে যে কৃষকরা আন্দোলন করছেন তাঁদের স্বার্থেও লড়াই করবেন।

তিনি আরও বলেন, পাঞ্জাবে রাজনৈতিক স্থায়িত্বের স্বার্থে লড়বেন তিনি। সমস্ত দিক থেকে পাঞ্জাবের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই চেষ্টাই করবেন তিনি।

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে ফের ‘দিল্লি চলো’ আহ্বান সংযুক্ত কিষাণ মোর্চার

কিন্তু প্রশ্ন হল? কার সঙ্গে জোটবদ্ধ হবেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র যদি কৃষকদের দাবী মেনে নেয় সেক্ষেত্রে বিজেপির সঙ্গে জোট সমঝোতায় হাঁটতে পারেন তিনি। অথবা সমীকরণ বদলে হাত ধরতে পারেন শিরোমণি আকালি দল এবং বহুজন সমাজবাদী পার্টি জোটের। তবে লড়াই যে কংগ্রেসের বিরুদ্ধে তা স্পষ্ট করেছেন তিনি।

উল্লেখ্য, কিছুমাস ধরে পাঞ্জাব কংগ্রেসের মধ্যে নভজ্যোৎ সিং সিধু বনাম ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের লড়াই জারি ছিল। এমনকি দু’জনকে সমঝোতায় ফেরাতে মাঠে নামতে হয়েছিল কংগ্রেস হাইকম্যান্ডকে। শেষমেশ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ কিন্তু নির্বাচনের লড়াই শুরু করলেন কংগ্রেসের বিরুদ্ধে।

সম্পর্কিত পোস্ট