ধুপগুড়িতে পথদুর্ঘটনা, মৃত ১৪
দ্য কোয়ারি ডেস্ক: বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা। মৃত ১৪ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে। মৃতদের মধ্যে ৩ জন শিশু বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিয়েবাড়ির অনুষ্ঠানের যাচ্ছিলেন যাত্রীরা। ঠিক সেই সময় উল্টোদিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জলঢাকা সেতুর কাছে ঘটে দুর্ঘটনা।
দুটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর কাত হয়ে পড়ে গাড়িটি। যাত্রী সমেত গাড়ি দুটির ওপর ডাম্পার চাপা পড়ে যায়। ঘটনাস্থলে ১২ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও দুই জনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি থানার পুলিশ।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারের কাজ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত নয়টা নাগাদ জলঢাকা ব্রিজের কাছ থেকে ডাম্পার ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। এই সময়, মায়ানতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবাহী ডাম্পারটি উল্টে যায়। এর পিছনে একটি বগি ছিল। দুর্ঘটনাকবলিত ডাম্পার গাড়িতে ধাক্কা মারার পরে ডাম্পার আরও দুটি ছোট যানবাহনে উল্টে যায়।
উভয় গাড়িতে যাত্রীর সঠিক সংখ্যা পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে গাড়িতে বাচ্চাসহ অনেক লোক ছিল। সকলেই স্থানীয় বাসিন্দা।
দুর্ঘটনার পরে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেছেন যে প্রতিদিন বালি ও পাথর বোঝাই করে ট্রাক ও ডাম্পারদের ওই রাস্তায় আসতে হয়। যার ফলে সড়ক দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।