Car Parking Zone Kolkata : খাস কলকাতায় বহুতল কার পার্কিং ব্যবস্থা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সহযোগী হিসেবে হিডকোএকটি বহুতল কার পারকিং ব্যবস্থা ( Car Parking Zone Kolkata ) গড়ে তুলতে চলেছে। বিশ্ব বাংলা সরণির পাশে যাত্রাগাছি ব্রিজের কাছে এই পার্কিং লটের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন জানিয়েছেন।
Car Parking Zone Kolkata
আগামী দেড় বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই পার্কিং ( Car Parking Zone Kolkata ) লটে ৬০০টি৪ চাকার গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ওই পার্কিং লটের নিচের তলায় বাস রাখার ব্যবস্থাও বলে দেবাশিস বাবু জানিয়েছেন।
সংস্থা সূত্রে জানা গেছে চালকদের জন্য বিশ্রাম কক্ষ শৌচালয় সহ অন্যান্য প্রয়োজনীয় বেশকিছু ব্যবস্থা থাকবে। কনভেনশন সেন্টারে একাধিক অনুষ্ঠান একসঙ্গে থাকলে গাড়ি পার্কিং এর ক্ষেত্রে সমস্যা হয়।
পাড়ায়-পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র , হাতের নাগালে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে নয়া উদ্যোগ
এই সমস্যা সমাধানের জন্য এ ধরনের পার্কিং তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পার্কিং থেকে কনভেনশন সেন্টারের যাওয়ার সুবিধার জন্য কেষ্টপুর খালের ওপর একটি নতুন সেতু ও তৈরি করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানা গেছে।