আচমকা শারীরিক অবস্থার অবনতি, প্রয়াত প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৬ বছর। ২৫দিন ধরে বেলভিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আচমকা শারীরিক অবস্থার অবনতি। অতি সঙ্কটজনক কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। চিকিৎসকেরা জানিয়েছেন

প্রবীণ লেখক-শিল্পীর রক্তচাপ প্রবলভাবে ওঠা-নামা করতে শুরু করে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। ইতিমধ্যেই তাঁর বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে।

চিকিৎসক সমরজিৎ নস্কর জানিয়েছেন, নারায়ণবাবুর মধ্যে সেপ্টিসেমিয়ার লক্ষণও দেখা যায়। সোমবার সন্ধেয় শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভেন্টিলেশনেই ছিলেন তিনি।

তিনি হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে।

কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন। শুকতারা, কিশোর ভারতী প্রভৃতি কলকাতা ভিত্তিক শিশু-কিশোরদের পত্রিকায় কমিকসগুলিকে ছোট ছোট খণ্ডে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছেন।

সম্পর্কিত পোস্ট