নারদকাণ্ডে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে গ্রেফতার করল সিবিআই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারদকাণ্ডে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে গ্রেফতার করল সিবিআই।

গ্রেফতার করা হয়েছে, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, বিজেপি নেতা শোভন চ্যাটার্জি। সূত্রের খবর আজই সম্ভবত নারদ মামলায় চার্জশিট পেশ করতে পারেন সিবিআই। নিজাম প্যালেসে এনে তাদের দিয়ে অ্যারেস্ট মেমোয় সই করানো হয়েছে।

যারা এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী তাদের আটক করার ক্ষেত্রে তিনটি বিষয় জরুরি । প্রথমে বিধানসভার স্পিকারের থেকে অনুমতি নিতে হয়। তাদের নোটিশ পাঠাতে হয়। গ্রেফতারের আগে তাদের মেমো দিতে হয়। তবে এই তিনজনের ক্ষেত্রে কোনোটাই করা হয়নি বলে জানাচ্ছেন তাদের আইনজীবিরা।

সোমবার সকালে ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। চেতলা থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় রাজ্যের মন্ত্রীকে

গ্রেফতারের খবর নিজেই জানান ফিরহাদ। তিনি বলেন, বিনা নোটিশে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

যদিও সিবিআই সূত্রে খবর, গ্রেফতার নয় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ফিরহাদকে।

নিজাম প্যালেসের ১৫ তলায় জিজ্ঞসাবাদ চলছে। উপস্থিত রত্না চট্টোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট