কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝির চার সঙ্গিকে গ্রেফতার করল সিবিআই
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: কয়লাপাচার কাণ্ডে এবার অনুপ মাঝি ওরফে লালার চার সঙ্গিকে গ্রেফতার করল সিবিআই। আসানসোল-বাঁকুড়া থেকে নারায়ন নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল এবং গুরুপদ মাঝি নামের চার জনকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, সকাল থেকেই চারজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জারি ছিল৷ এর আগে কয়লা পাচারকাণ্ডে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
এমনকি অনুপ মাঝিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি। এই প্রথমবার চার জনকে গ্রেফতার করা হল। বেশ কয়েকদিন ধরেই এলাকা বদল করছিল এই চারজন।
সোমবার চারজনকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। প্রায় ১৩৫২ কোটি টাকার অবৈধ কয়লা পাচার হয়েছে বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে খবর, আসানসোল, রাণিগঞ্জ, বাঁকুড়া সহ বিস্তির্ণ এলাকার অবৈধ কয়লা খাদান এবং কয়লা পাচারের সঙ্গে এই চার জন যুক্ত ছিল। চার জনের মাথায় ছিলেন অনুপ মাঝি ওরফে লালা৷ এমনকি কয়লা পাচারের জন্য সিন্ডিকেটের প্যাড ব্যবহার করা হত।