কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত চার জনের সিবিআই হেফাজত
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সোমবার কয়লাপাচার কাণ্ডে এবার অনুপ মাঝি ওরফে লালার চার সঙ্গিকে গ্রেফতার করল সিবিআই। আসানসোল-বাঁকুড়া থেকে নারায়ন নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল এবং গুরুপদ মাঝি নামের চার জনকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়৷ সেখানেই চার জনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় সিবিআই আদালত৷
সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল থেকেই চারজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জারি ছিল৷ এর আগে কয়লা পাচারকাণ্ডে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই এলাকা বদল করছিল এই চারজন। এরপরেই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর মঙ্গলবারেই চার জনকে আসানসোলের বিশেষ আদালতে নিয়ে আসা হয়। সেখানেই হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় সিবিআইয়ের আইনজীবী। প্রায় ১৩৭৪ কোটি টাকার বেআইনি কয়লা পাচার হত বলে অভিযোগ জানান তিনি।
পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু
প্রত্যেকেই এই কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। এই সিন্ডিকেটের মাথায় ছিল অনুপ মাঝি ওরফে লালা। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, রাণিগঞ্জে বিরাট র্যাকেট চলত বলে জানা গিয়েছে।
পাল্টা চার জনের জামিনের জন্য আবেদন জানায় অভিযুক্তদের আইনজীবী। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং চার জনের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ এনে হেফাজতে সিবিআই৷ আদালতের নির্দেশের পর চার জনকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে সিবিআই অফিসাররা৷