হাথরাস কান্ডে চার্জশিট পেশ CBI-র, গণধর্ষণ করে খুনের তত্ত্বকেই মান্যতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের দলিত তরুণীকে গনধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল চার যুবকের বিরুদ্ধে। শুক্রবার সেই মামলার চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে গণধর্ষণ তত্ত্বকেই মান্যতা দিল সিবিআই।

শুক্রবার হাথরাস আদালতে চার্জশিট পেশ করে ভারতীয় দণ্ডবিধির 354,  376a, 376d, 302 ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে আনা হয় এসসি/এসটি আইনের অধীনে ধর্ষণ ও খুনের অভিযোগ।

চলতি সপ্তাহে সিবিআই জানিয়েছিল, তাদের তদন্ত করতে আরো কিছুটা সময় লাগবে। এলাহাবাদ হাইকোর্টের তরফে জানানো হয়েছিল ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগেই চার্জশিট পেশ করার নির্দেশ দেয় আদালত।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ হাথরাসে ১৯ বছরের এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে উচ্চবর্ণের চার যুবকের বিরুদ্ধে। বেশ কিছুদিন হাসপাতলে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় ওই তরুণীর।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/dadar-anugami-joins-bjp-shuvendu-gets-the-post-will-he-get-followers/

পরিবারের হাতে দেহ তুলে না দিয়ে জোর করে রাতের অন্ধকারে সেই দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। তারপরেই শুরু হয় বিক্ষোভ। এই ঘটনার পর বেশ কয়েকঘন্টা পর্যন্ত পরিবারের সঙ্গে সংবাদমাধ্যমকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি।

এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে সমস্ত মহলে গোটা দেশজুড়ে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটকানো হয়। আটকানো হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে।

চাপের মুখে পড়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বস্ত করেছিলেন স্বচ্ছ তদন্তের। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে।

সম্পর্কিত পোস্ট