সুশান্ত মৃত্যু রহস্য তদন্তের দায়িত্বে সিবিআই, ‘সত্যি বদলাবে না’-মন্তব্য রিয়ার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুশান্ত মৃত্যু রহস্যের পর্দা ফাঁস করার অফিসিয়াল ছাড়পত্র পেল সিবিআই। এদিন সিবিআইকে তদন্তের ছাড়পত্র দিল দেশের সর্ব্বোচ্চ আদালত।
এদিন রিয়া চক্রবর্তীর আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বিহার পুলিশের এফআইআর বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে ঘটনায় মুম্বই পুলিশের হাতে যা নথি এসেছে সেগুলি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে। শুধুমাত্র পাটনা পুলিশের এফআইআর নয়, অভিনেতা সুশান্তের মৃত্যু তদন্তে সমস্ত এফআইআরের তদন্ত করবে সিবিআই।
যদিও মুম্বই পুলিশের ওপর আস্থা রাখে রিয়া চক্রবর্তীর আইনজীবী। তিনি বলেন, তদন্ত চালিয়ে যাক মুম্বই পুলিশ। এমনকি দিল্লি থেকে মামলা মুম্বইয়ে আনার কথাও বলা হয়েছে।
রাজ্যে গণতন্ত্রের পরিবেশ বিঘ্নিত,৮ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির
তবে সিবিআই তদন্ত করলেও কোনও আপত্তি নেই বলে জানানো হয়েছে৷ বিহার পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট।
তবে সিবিআইয়ের হাতে তদন্তভার চলে যাওয়ায় গুরুত্ব বেড়েছে পাটনা পুলিশের। বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পান্ডে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন। এই রায় গোটা দেশের জয় হয়েছে বলে জানিয়েছেন তিনি।