তদন্তে সিবিআই

অনন্যা ব্যানার্জি: – আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক দ্বিতীয় বর্ষের চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় আটক হয়েছে কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। যদিও সে সবাই কে মিথ্যা বলে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াত, বাড়ির লোকজন থেকে পাড়ার লোকজন সবাইকে তাই দেখাতো , কিন্তু সত্যি আর কতদিন লুকিয়ে থাকবে বেরোতে তো হবেই । পরে তদন্তে জানা যায় সঞ্জয় রায় সিবিক ভলেন্টিয়ার।

তদন্তে জানা গেছে সঞ্জয় এর এই একটা অপরাধ না আরও অনেক এরকম কাজের সাথে যুক্ত আছে। একাধিক অপরাধ করে বার বার পার পেয়ে গেছে, কিন্তু আর না এবার শাস্তি শিরোধার্য । কারণ তদন্তে সিবিআই আছে।সঞ্জয়ের বিরুদ্ধে এর আগেও একাধিক সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকদের শ্লীলতাহানির ও ধর্ষণের চেষ্টা এবং মহিলা পুলিশকর্মীদের ফোনে অশ্লীল মেসেজ পাঠানোর মতো গুরুতর অভিযোগ উঠলেও কেউ তা ধরতে পারেননি। সিবিআই আর অন্যান্য নিরপেক্ষ কর্মীদের উপর সব কিছুর ভার দেওয়া হয় খুঁটিয়ে দেখতে সবাই তাই চাই, যাতে অপরাধী খুব জলদি শাস্তি পায়।
শুধু কি সঞ্জয় আরও অনেকে যুক্ত এর সাথে , পুরো ঘটনা খুঁটিয়ে দেখবে পুলিশ সিবিআই।

আরজি করের চিকিৎসদের মধ্যে অধিকাংশ জানিয়েছেন , মদ ও গাঁজার নেশায় সঞ্জয় মাঝেমধ্যেই মহিলা চিকিৎসক ও নার্সদের উত্ত্যক্ত , বিরক্ত করতো। এমনকী এ-ও অভিযোগ যে, মাস তিনেক আগে হাসপাতালের স্লিপ রুমে ঢুকে নেশার ঘোরে এক মহিলা জুনিয়র ডাক্তারের উপর সঞ্জয় ঝাঁপিয়ে পড়েছিল। বিষয়টি নজরে আনা হলেও সঞ্জয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

সঞ্জয় রয় কার কার সাথে কল করেছিল খুঁটিয়ে দেখবে, পুরো ব্যাপার টার বিষয়ে দেখবে কাকে কাকে কোন কোন সময় এ কি কি কথা বলেছে , কতজন আছে এই ঘটনায় পুরোটা খুঁটিয়ে দেখছে সিবিআই।তদন্ত চলছে , চলতে থাকবে ।

সম্পর্কিত পোস্ট