রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইডি-সিবিআইয়ের তৎপরতা বাংলায় আর থামছে না। কয়লা পাচার মামলার তদন্তের জন্য বুধবার সকালেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে হানা দিল সিবিআই। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে হঠাৎই হাজির হন সিবিআই আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
বুধবার সকালে আসানসোলের ভগৎ সিং মোড়ে মলয় ঘটকের নতুন বাড়িতে হাজির হন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সেই সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রায় ঘন্টাখানেক তল্লাশি চালায় সিবিআই।
দাদা-ভাইয়ের যুগলবন্দিতে তেতে উঠছে বাম শিবির
সূত্রের খবর, এরপর কিছুটা দূরেই মলয় ঘটকের পৈতৃক বাড়িতে হাজির হয় সিবিআই। সেখানে মলয়ের ভাই তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক থাকেন। যদিও তাঁকে সিবিআই কিছু কিছু জিজ্ঞেস করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
এদিকে একটি সূত্র থেকে জানা গিয়েছে মলয় ঘটক আজ কলকাতায় আছেন। আসলে আইন ও শ্রমমন্ত্রী হওয়ার কারণে সোম থেকে শুক্র, সপ্তাহের প্রথম পাঁচ দিন তিনি সাধারণত কলকাতায় থাকেন। সিবিআই যে আজ আঁটঘাট বেঁধেই নেমেছে তা ভালোই বোঝা যাচ্ছে। কারণ, আসানসোলের বাড়ির পাশাপাশি মলয় ঘটকের কলকাতার বাড়িতেও হানা দেয় তারা। তবে সিবিআই কোনও নথি পেয়েছে কিনা তা স্পষ্ট নয়।