করোনা আবহে বাতিল CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা
দ্য কোয়ারি ওয়েব: করোনা আবহে শেষমেষ বাতিল হয়ে গেল সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। আগেই বাতিল করা হয়েছে দশম শ্রেণির পরীক্ষা। দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই।
সিবিএসই এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে হবে তা নিয়েই আজ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মন্ত্রীসভার অন্যান্যরা। সেই বৈঠকেই পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে করোনা আবহে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও অনেকটাই পিছিয়ে গিয়েছে। হয়েছে বেশ কিছু পরিবর্তন।
টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের দুশ্চিন্তার অবসান ঘটবে এই সিদ্ধান্তে। এই কঠিন পরিস্থিতিতে কোনো পরীক্ষা দিতে যেতে বাধ্য হবে না।
এই ইস্যুতে ফিডব্যাক দেওয়ার জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সিবিএসই-র অ্যাকাডেমিক প্রধান ডক্টর রেখা বৈশ্য জানান সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আগে জীবন । পড়ুয়া, শিক্ষকরা এবং অভিভাবকরা সকলেই খুব ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি আরও জানান, যেহেতু সমস্ত স্কুল পড়ুয়াদের নিজে নম্বর দেবে, তাই সেক্ষেত্রে কোনো পড়ুয়াকে বঞ্চিত হতে হবে না। একইসঙ্গে তিনি মনে করেন পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কোনো প্রভাব পড়ুয়াদের মনে পড়বে না।