অনিয়ন্ত্রিত গতি, চাকা গড়ানোর প্রথম দিনের ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল পুলিশকর্মীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় দেড় মাস পর শহর কলকাতায় নামল বাস। প্রথম দিনেই দুর্ঘটনার সাক্ষী থাকলো শহরবাসী। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রেড রোডে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি রেলিংয়ের ধাক্কা মারে মিনিবাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর । আহত হয়েছেন কমপক্ষে কুড়িজন। চিকিৎসার জন্য তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেে।

মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। ফোর্ট উইলিয়াম কলেজের সাউথ গেটের পাঁচিল ভেঙে ঢুকে যায় ভেতরে বাস। বাসের সামনে ছিলেন সেই সময় এক বাইক আরোহী, যিনি পুলিশকর্মী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই ঘটনার পরেই দুর্ঘটনাস্থলে হাজির হন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মত্ত অবস্থায় ছিল গাড়ির চালক। শহরের ব্যস্ত রাস্তায় বেশ দ্রুত গতিতে ছুটে চলছিল বাসটি। নিয়ন্ত্রন হারিয়েই এই ঘটনা ঘটেছে।

দলের পুনর্গঠনে নতুন প্রদেশ সভাপতি চায় কংগ্রেস

শহরের দীর্ঘ দেড় মাস পর বাস রাস্তায় নামার একাধিক প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে পরেই এই দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে বসে থাকার ফলে বাস মালিকরা রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির হওয়ায় পুরনো  ভাড়ায় রাস্তায় বাস নামানো কার্যত অসম্ভব বলেই জানিয়েছিলেন তারা। দীর্ঘদিন লকডাউনে রোজগার না হওয়ায় বাসের রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। তাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ধরনের কোন ঘটনা ঘটলো কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।

দুর্ঘটনার জেরে এই মুহূর্তে রাস্তার যানজট সৃষ্টি হয়েছে ক্রেনের সাহায্যে বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার।

সম্পর্কিত পোস্ট