অসম এবং মিজোরামের দ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ কেন্দ্রের

দ্য কোয়ারি ডেস্ক:  অসম ও মিজোরামের সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত এলাকা। শান্তি ফেরাতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে দুই রাজ্যই।

শান্তি ফেরাতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে কথা বলেছেন মিজো মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। সংঘর্ষে অসমের কাছার জেলা ও মিজোরামের কোলাসিব জেলায় আহত হয়েছেন অনেকেই। বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করতে এগিয়ে আসবে কেন্দ্র।

অসমে শান্তি ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি ফেরাতে চান দু’পক্ষ আশ্বাস মিজো মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার।

যদিও গোটা ঘটনার দায় অসমের ওপর চাপিয়েছে মিজোরাম। এবিষয়ে কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা জানিয়েছেন, দুই রাজ্যের মুখ্যসচিবরা বৈঠকে বসবেন। এছাড়াও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা।

এই মুহুর্তে দুই রাজ্যের সীমান্তে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রাক চলাচল।
উল্লেখ্য, শনিবার মিজোরামের তরফে একটি কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্র নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

অভিযোগ, অসম সরকারের নির্দেশ না নিয়েই মিজোরামের দিকে যে সমস্ত ট্রাক যাবে তার পরীক্ষাকেন্দ্র গড়ে তোলা হয়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/covid-affected-nirmal-majhis-physical-condition-is-stable/

সূত্রের খবর, মিজোরামের দিক থেকে বেশ কিছু যুবক এসে তান্ডব চালায়। পুড়িয়ে দেওয়া হয় দোকান এবং বাড়ি। লাইলাপুর থেকে ঘটনার উত্তাপ ছড়ায় পাশের জেলা করিমগঞ্জে।

শুধুমাত্র অসম নয় ত্রিপুরার সঙ্গেও বিবাদ শুরু হয়েছে মিজোরামের। সীমান্তের ফুলডুংসড়াই গ্রামের অধিকার নিয়ে দুই রাজ্যের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়েছে। বিবাদ মেটাতে কেন্দ্রের হস্তক্ষেপের কথা জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট