বিজেপিতে যোগদানের পর ‘মহাগুরু’-কে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপিতে যোগ দেওয়ার পরেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার বিজেপিতে যোগদানের ৭২ ঘন্টা পরেই মিঠুনকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্র সরকার। এছাড়াও থাকবেন স্পেশাল সিকিউরিটি গ্রুপের সশস্ত্র সিআইএসএফ জওয়ান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভোট পর্বে মিঠুন চক্রবর্তীর জন্য ওয়াই প্লাস নিরাপত্তা বলয় দেওয়া হবে। গোয়েন্দাদের রিপোর্টে ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হয়। একই নিয়ম মেনে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার।
আরও পড়ুনঃ West Bengal Election: মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা অভিযোগে মামলা দায়ের
বুধবার নর্থ ব্লকের সিদ্ধান্তের পর ১০৪ জনকে সিআইএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। নিরাপত্তা বাড়ানো হয়েছে আরএসএস প্রধান মোহন ভগবতের।
চলতি বছরে বসন্ত পঞ্চমীর দিন অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে উপস্থিত হন আরএসএস প্রধান মোহন ভগবত। ভোটের মুখে এই সাক্ষাত রাজনৈতিক জল্পনা বাড়িয়ে দেন। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভা গেরুয়া শিবিরে নাম লেখান মিথুন চক্রবর্তী।
মঞ্চে দাঁড়িয়ে মিঠুনের বক্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে আলোচনা হয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশমতো একুশের নির্বাচনে প্রচারের দায়িত্ব পান ‘মহাগুরু’। বিজেপি সূত্রে খবর, ১২ তারিখ মনোনয়ন পত্র জমা দিতে যাবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।