বুধবার ফের বৈঠক, পঞ্চম বৈঠকেও অধরা সমাধানসূত্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পঞ্চমবারের পরেও মিলল না সমাধান সূত্র। বুধবার হবে আলোচনা। আপাতত কেন্দ্রের দিকেই ঠেলে দেওয়া হল সিদ্ধান্ত।
গত ১০ দিন ধরে চলা কৃষক আন্দোলনের অবসান ঘটাতে শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে পঞ্চম দফার বৈঠকে বসে কেন্দ্র এবং একাধিক কৃষক সংগঠনের নেতা। এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল। এই নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বার বৈঠকে বসল দু’পক্ষ। মোট পাঁচবার কৃষকদের সঙ্গে বৈঠকে কেন্দ্র।
সূত্রের খবর, শনিবার বৈঠকে তিন কৃষক আইন বাতিলের দাবীতে সরব হন কৃষক সংগঠনের নেতারা। কিন্তু আইন প্রত্যাহারের পথে হাঁটতে নারাজ কেন্দ্র।
বৈঠকের পর সাংবাদিকদের সম্মুখীন হন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সেখানে তিনি বলেন, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও সমাধান সূত্র না মেলায় আবার ৯ তারিখ কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র।
তবে এমএসপি ছিল আছে থাকবে তা স্পষ্ট করেছেন তিনি। কোনও আইন এমএসপিকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না বলে জানিয়েছেন তিনি।
I’d not like to comment on program of Unions. But I’d like to urge farmers & Unions to leave path of agitation & come to path of discussion. Govt has had several rounds of talks with them & is ready for further discussion for a solution: Agriculture Minister on Dec 8 Bharat Bandh pic.twitter.com/UVTtwZd9wd
— ANI (@ANI) December 5, 2020
কৃষকদের সমস্যার সমাধানে সর্বদা বৈঠকে বসতে রাজি কেন্দ্রও। এদিনেও স্পষ্ট করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কিন্তু সমঝোতার ক্ষেত্রে কৃষকদের এগিয়ে আসা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
Farmers should keep faith in Modi govt that whatever will be done, it will be in their interest. I want to thank Farmers’ unions for maintaining the discipline…Since talks couldn’t be completed today, we’ve called for another meeting on 9th December: Union Agriculture Minister https://t.co/dP1PimfEvf pic.twitter.com/uRIeLj0S8J
— ANI (@ANI) December 5, 2020
এদিনের বৈঠকে কৃষকদের উদ্দেশ্যে কৃষি মন্ত্রী বলেন, কোভিডের কথা মাথায় রেখে আন্দোলনে যে সমস্ত বয়স্ক এবং বাচ্চারা রয়েছেন তাঁদেরকে ফিরে যাওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কৃষকদের সঙ্গে বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে আলোচনায় শীর্ষ নেতৃত্ব
তবে মঙ্গলবার ভারত জুড়ে বনধের দাবীতে এখনও অনড় রয়েছেন কৃষকরা। নিজেদের দাবী থেকে বিন্দুমাত্র সরলেন না কৃষকরা। এদিনেও কেন্দ্রের তরফে দেওয়া মধ্যাহ্ন ভোজের প্রস্তাব ফিরিয়ে দেন কৃষকরা। কৃষকদের জন্য খাবার নিয়ে যান একাধিক সংগঠন।
ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকায়াত জানিয়েছেন, সরকার নতুন করে একটা ড্রাফট তৈরি করবে। সেবিষয়ে অন্যান্য রাজ্যের সঙ্গে বৈঠক করবে কেন্দ্র। আলোচনা হবে এমএসপি নিয়েও।
শনিবার প্রায় দশ দিনের মাথায় পড়ল দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন। ইতিমধ্যেই সিন্ধু, আচন্দি, লামপুর, পিয়ায়ো, মিয়ানারি এবং মুঙ্গেশ বর্ডার অবরোধ করে আন্দোলনে শামিল হয়েছেন দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা। আন্দোলনে উপস্থিত হন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসান্জ।
শনিবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসার আগে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এদিনের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।
এদিনের বৈঠকে কৃষকদের তরফে ৩৯ টি ভ্রান্তি তুলে ধরা হয়। সমাধান সূত্র বের করুক কেন্দ্র, দাবী কৃষক সংগঠনগুলি।