ভ্যাকসিন কিনে দিক কেন্দ্র, মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন নবীন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণে লাগাম টানতে চলছে টিকাকরণ। কিন্তু দেশের একাধিক রাজ্যে দেখা দিচ্ছে ভ্যাকসিনের ঘাটতি। টিকা কেনার ব্যাপারে গোটা বিষয়টা যাতে কেন্দ্র এবং রাজ্যে যৌথ উদ্যোগে হয় সেই আর্জি জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই দেশের ৯ টি রাজ্য বিশ্ব বাজার থেকে টিকা কিনতে ২৮ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে। কিন্তু কবে টিকা মিলবে তা এখনও অবধি ঠিক হয়নি। এখনও অবধি যাদের সঙ্গে টিকার চুক্তি হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে তাঁদের কাছেই টিকা পৌঁছাতে পারেনি।
চিঠিতে নবীন পট্টনায়ক বলেন, সব রাজ্যগুলি নিজেদের মতো করে দরদাম করে টিকা কেনার প্রতিযোগিতায় নেমেছে। বেশী দামে টিকা কিনতে হচ্ছে রাজ্যগুলিকে৷ এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের টিকা পেতে অনেক সময় লেগে যাবে। গোটা প্রক্রিয়া কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে যাতে হয় সেই আর্জি জানিয়েছেন তিনি।
এইভাবে টিকা না কিনে যদি একেবারে কেন্দ্র সরকার টিকা কেনার পর সমস্ত রাজ্যের মধ্যে সমানভাবে বন্টন অওরে তাহলে সুবিধা হবে।
বুধবার সাংবাদিক বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রীর এই চিঠির কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এমনকি এবিষয়ে তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে বলে জানান তিনি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একই চাইছেন। বিহারের নির্বাচনে বিনামুল্যে কেন্দ্র ভ্যাকসিন দেবে বলেছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা পালন করতে পেরেছে? প্রশ্ন মমতার।
টিকাকরণের জন্য কেন্দ্র এবং রাজ্যকে যৌথ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷ সমস্ত মানুষের জন্য ভ্যাকসিনের কথা ভেবেই পদক্ষেপ নেওয়া উচিত। দাবী নবীন পট্টনায়কের।