করোনার পর মিউকরমাইকোসিস, মহামারি ঘোষণা কেন্দ্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ৷ যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। এবার ব্ল্যাক ফাঙ্গাস অথবা মিউকরমাইকোসিসকে মহামারি ঘোষণা কেন্দ্রের।
এই মর্মে বৃহস্পতিবার সমস্ত রাজ্যগুলিকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
চিঠিতে বলা হয়েছে, ‘মহামারি’ আইনের অধীনে তালিকাভুক্ত করা হল ব্ল্যাক ফাঙ্গাসকে৷ এই তথ্য সম্পর্কিত সমস্ত তথ্য কেন্দ্র সরকারগুলিকে দেবে রাজ্যগুলি।
স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে। তিনি বলেন, ইতিমধ্যেই মিউকরমাইকোসিস নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। করোনা সংক্রমণের পর যাদের স্টেরয়েড থেরাপি চলেছে এবং যাদের সুগারের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে।
ইতিমধ্যেই একাধিক জেলায় মিউকরমাইকোসিস রোগ ধরা পড়েছে। শুধুমাত্র করোনা রোগীরা নয়, অন্যরাও আক্রান্ত হয়েছেন এই রোগে। রাজ্যের পাঁচ জন ইতিমধ্যেই এই নতুন রোগে আক্রান্ত হয়েছেন। নাকের ওপর কালো ছোপ, বুকে ব্যাথা, চোখে ঝাপসা দেখতে পাওয়া এবং কাশিতে রক্ত বের হওয়া এগুলি এই রোগের মূল সমস্যা। মুখের একদিকে ব্যাথা, সাইনাস এবং নাসার অসুবিধা, দাঁতের যন্ত্রণা এই রোগ থেকে দেখা দিতে পারে৷
মহারাষ্ট্রে ইতিমধ্যেই ১৫০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ৯০ জনের মৃত্যু হয়েছে এখনও অবধি। রাজস্থান এবং তেলেঙ্গানা রোগটিকে মহামারী ঘোষণা করে৷ এবার সেই পথে হাঁটছে কেন্দ্র।