ইয়াস বিদ্ধস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ইয়াস এর কারনে ক্ষতিগ্রস্ত জেলা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবার ৬ জুন সাত জনের একটি দল কলকাতায় এসে পৌঁছনোর কথা।

সব ঠিক থাকলে সোমবারই দলটির দুই ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা। এই দুদিন পরিস্থিতি খতিয়ে দেখার পর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা মঙ্গলবার। বুধবার তাঁরা দিল্লি ফিরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবেন।

মে মাসের ২৭ তারিখ ওড়িশার ধামড়া পোর্টে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় ইয়াসের। উত্তাল বঙ্গোপোসাগর। দীঘর বিপুল জলচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ হয় সমুদ্র উপকূলবর্তী একাধিক এলাকা। এখনো বহু কৃষিজমি জলের তলায়। যতই  দিন যাচ্ছে ততই ক্ষতির পরিমাণ বাড়ছে। মাথায় হাত পড়েছে কৃষকদের।

দীঘা-তাজপুর-শঙ্করপুর-মন্দারমণি সহ একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিপুল ক্ষতি হয়। পর্যটন শিল্পের উপর নির্ভরশীল ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ অনেকাই।

রাতের অন্ধকারে রানওয়েতে ঘুরছে শিয়াল, যাত্রী নিরাপত্তার প্রশ্নে সংঘাতে কেন্দ্র-রাজ্য

হেলিকপ্টারে গোটা এলাকা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়ে এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তবে কলাইকুন্ডায় ইয়াস নিয়ে রিভিউ মিটিঙে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব উপস্থিত ছিলেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ সংক্রান্ত রিপোর্ট তুলে দিয়ে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে জেলাসফরে চলে যান। যা নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চরমে ওঠে। এখন দেখার কেন্দ্রের প্রতিনিধিদল কী রিপোর্ট জমা দেয়।

সম্পর্কিত পোস্ট