ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুদিন আগেই রাজ্যে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কিন্তু এখনও ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ। আগামী সপ্তাহেই রাজ্যের নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। তার আগেই রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমনটাই সূত্রের খবর।
দিন ঘোষণার পর রাজ্যে আসতে চলেছে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ তারিখের মধ্যে রাজ্যে আসবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ এবং বিএসএফ। এছাড়াও রাজ্যে আসছে এসএসবি এবং আইটিবিপি।
সূত্রের খবর, গতবারের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে স্পর্শকাতর বুথের সংখ্যা বেশী। তাই এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে আসতে পারে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।