আগামী সপ্তাহে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে মাস তিনেক আগে রাজ্যকে কার্যত মুড়ে ফেলে বিধানসভা ভোট আয়োজন করেছিল নির্বাচন কমিশন। সেই ভোটে ঐতিহাসিক জয় পায় তৃণমূল কংগ্রেস। এবার ভবানীপুরের উপনির্বাচন এবং অন্য দুই আসনের ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
৩০ তারিখের ভোটের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই দাবি নির্বাচন কমিশন সূত্রে। জানা গেছে সামসেরগঞ্জে ১৮ কোম্পানি, জঙ্গীপুরে ১৯ কোম্পানি ও ভবানীপুরে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আগামী সপ্তাহে রাজ্যে আসতে শুরু করবে বাহিনী।
পুজোর মরশুমে চার জেলায় চোখ রাঙাচ্ছে করোনা
এছাড়া তিন বিধানসভা আসনের ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ করছে কমিশন। ভবানীপুর আসনের জন্য কমিশনের একজন পর্যবেক্ষক ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন। সামসেরগঞ্জ, জঙ্গীপুরেও পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। প্রতি বিধানসভায় কম পক্ষে দুজন করে পর্যবেক্ষক থাকবেন বলে কমিশন সূত্রে জানা গেছে।