লকডাউনে মানা হচ্ছে না নিয়ম, বাংলাকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক:বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যথেষ্ট কড়া নয় করোনার মোকাবিলায়। রাজ্যের বিভিন্ন জায়গায় লকডাউনের মতো পরিস্থিতিতেও নিয়ম কানুন মানা হচ্ছে না। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনই অভিযোগ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার রাজ্যের কাছে এই চিঠি এসে পৌঁছয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে এই লকডাউনেও রাজ্যের বহু জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা অনেকাংশেই পালন করা হয়নি।
রাজ্যের রাজাবাজার, নারকেলডাঙ্গা, তোপসিয়া, মেটিয়াবুরুজের মতো এলাকায় সোশ্যাল ডিসট্যান্স মেনে চলা হয়নি কোনওভাবেই। এছাড়াও ইচ্ছামত ধর্মীয় জমায়েত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। পুলিশ প্রশাসন নির্বিকার ছিল কীভাবে, সে প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। পাশাপাশি, যেভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিভিন্ন নেতারা রেশন বিলি করেছেন ও জমায়েত করেছেন, তা একেবারেই সমর্থনযোগ্য নয়। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছে, যেন গোটা বিষয়টি পর্যালোচনা করে নজরদারি বাড়ানো হয়। কড়া পদক্ষেপ নিক রাজ্য, চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, রাজস্থানের ভিলওয়াড়া মডেলের পথে হেঁটে গোটা রাজ্যকেই সিল করার কথা ভাবছে প্রশাসন। খুব দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ যে সব গ্রাম বা এলাকায় করোনা পজেটিভ ধরা পড়েছে, সেই সব জায়গা একেবারে সিল করে দিতে চাইছে প্রশাসন।
সূত্রের খবর রাজ্যের সাতটি জেলায় বেশ কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে। কলকাতার পুর এলাকা, উত্তরবঙ্গের কালিম্পং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া রয়েছে সেই তালিকায়। যেখান থেকেই করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে সেই এলাকাই হটস্পট বলে ধরে নিচ্ছে রাজ্য সরকার। ফলে নির্দিষ্ট ভাবে কোন এলাকা এই তালিকায় আসতে চলেছে, তা আগে থেকে বলা যাচ্ছে না।