জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন শুভেন্দু,সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার পশ্চিম মেদিনীপুরের জনসভা করবেন অমিত শাহ। আর সেদিনই অমিত শাহের হাত ধরে বিজেপিতে পা বাড়াবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে আরো অনেকেই থাকবেন বলে জানা যাচ্ছে বিজেপির সূত্রে এবং শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রে। তবে কারা কারা থাকছেন সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা মেলেনি।
সম্প্রতি তৃণমূলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী। দাড়ি পড়েছে ২১ বছরের সম্পর্কে। শুভেন্দু অধিকারীকে এবার সুরক্ষিত রাখতে বুলেটপ্রুফ গাড়ি সহ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সি আই এস এফ এর নিরাপত্তা তিনি পাবেন। প্রসঙ্গত দল ছাড়ার আগেই শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সমস্ত নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। এরপরই তিনি ও তাঁর অনুগামীদের উপর রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা করে চিঠি লিখেছিলেন রাজ্যপালকে।
চিঠিতে এও জানিয়েছিলেন, তাঁকে ও তাঁর অনুগামীদের পুলিশ যাতে মিথ্যা মামলায় না ফাঁসাতে পারে সেই বিযয়টি গুরুত্ব দিয়ে যেন রাজ্যপাল দেখেন। চিঠির খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shilvodro-dutta-resignnation-from-trinomul-cogress/
শুভেন্দুর চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি জানান, কোনওভাবে যাতে শুভেন্দুকে ফাঁসানো না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিকে যেন নজর রাখেন।
একইসঙ্গে রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি লেখেন, ‘আপনার সরকারে প্রশাসনিক শুদ্ধিকরণ প্রয়োজন। আপনার সঙ্গে দীর্ঘ সময় কাটানো সহকর্মী ভয় পাচ্ছে প্রতিহিংসা থেকে। রাজনৈতিক বিরোধীদের মিথ্যে মামলায় জড়ানো গণতন্ত্রের পরিপন্থী এবং অসাংবিধানিক ও অপরাধ।”
ফের একবার প্রকাশ্যে চলে আসে রাজ্য বনাম রাজ্যপাল তরজা। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারিকে ধরে রাখতে মরিয়া বিজেপি। কারণ তামাম জঙ্গলমহল সহ আরও বিস্তীর্ণ অংশে কাজ করছে শুভেন্দু এফেক্ট। সেই ঝড়ে যাতে পশ্চিমবাংলার অন্য়ান্য জেলাতেও ভীত নড়বড়ে হয় তৃণমূলের সেই চেষ্টাই শুরু করেছে গেরুয়া বাহিনী।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার শুভেন্দুর নিরাপত্তা বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিল।
জেড ক্যাটেগরি নিরাপত্তায় থাকছেন ২২ জন নিরাপত্তারক্ষী। তাদের মধ্যে চার থেকে পাঁচজন এনএসজি কমান্ডো এবং পুলিশ।