ভ্যাকসিন নিয়ে বিকেলে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভ্যাকসিন নিয়ে বুধবার বিকেল ৪ টে নাগাদ বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী। ভ্যাকসিনের সংকট নিয়ে বৈঠক হবে এদিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে হবে বৈঠক।
বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। উপস্থিত থাকবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নগরয়োন্ন্য়ন মন্ত্রী সহ বাকি আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের কি পদক্ষেপ রয়েছে? তা মঙ্গলবারেই জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কি চাহিদা রয়েছে? কেন্দ্রের তরফে কত সংখ্যক ভ্যাকসিন জোগান রাখা হয়েছে? তা জনতে চেয়েছিল সর্বোচ্চ আদালত।
একইসঙ্গে ভ্যাকসিনের একাধিক দাম নিয়েও প্রশ্ন তোলে আদালত। কী কারণে দুই ধরনের টিকার জন্য একাধিক স্তরের দাম নির্ধারিত করা হয়েছে। তা জানতে চেয়েহে সুপ্রিম কোর্ট। পরশু ফের সুপ্রিম কোর্টে এবিষয়ে শুনানি রয়েছে। সেখানেই কেন্দ্রের তরফে এভিডেভিট চেয়েছে আদালত।
একসিওঙ্গে দেশের অনেক জায়গায় ভ্যাকসিন নিয়ে সঙ্কট দেখা দিয়েছে। অনেকে দীর্ঘ লাইনে থেকে ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এমত অবস্থায় বৈঠক ডাকা হয়েছে। যার নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে বলা খবর।