আমফান দুর্গত এলাকা পরিদর্শনে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আমফান দুর্গত এলাকা পরিদর্শনে রাজ্যে বৃহস্পতিবারই রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে এবার সংঘাত নয়, কেন্দ্রীয় দলকে পূর্ণ সাহায্য করার জন্য রাজ্য প্রশাসমের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

গত এপ্রিলে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সংঘাতের খবর কারও অজানা নয়।

তবে, এবার পরিস্থিতি ভিন্ন, আমফানের শুরু থেকেই রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী আর সেকারণেই সংঘাত এড়িয়ে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র কেন্দ্রের সামনে তুলে ধরতে চাইছেন মমতা।

কারণ তিনি ভালোভাবেই জানেন, এই প্রতিনিধি দলের রিপোর্টের ওপরই রাজ্যের ক্ষতিপূরণের অর্থ নির্ভর করছে। জানা গিয়েছে, এদিন তাঁরা কলকাতায় এসেছেন।

শুক্র ও শনিবার এই প্রতিনিধি দল আমফান বিদ্ধস্ত এলাকা পরিদর্শন করবে। দুর্গত মানুষজনের সঙ্গে কথা বলবেন।

এদিন নবান্নের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যদের রাজ্যের সরকারি অতিথি ঘোষণা করা হল। তাই তাদের ভিআইপির মতো যাবতীয় সৌজন্য ও সুবিধা দেওয়ার অনুরোধ রইল।’

আজ থেকেই শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট নামে পরিচিতি পাবে কলকাতা বন্দর

সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সাত সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে আমফানের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে কেন্দ্রীয় সাহায্যের জন্য সুপারিশ করবে।’আমফানের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অনুজ শর্মার নেতৃত্বে আসছে ৭ সদস্যের প্রতিনিধিদল।

দলে এছাড়াও রয়েছেন কেন্দ্রীয় কৃষি, জলসম্পদ, শক্তি, পরিবহণ, মৎস্য দফতরের আধিকারিকরা। এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে বৈঠকে করেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা শুক্রবার দিনভর তাঁরা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন।

এরপর শনিবার তাঁরা ফের রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন । এদিকে এদিন সকালে ট্যুইটে রাজ্যপাল জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসছে। তিনি লিখেছেন, তাঁদের সঙ্গে সহযোগিতা করলে প্রকল্প পেতে রাজ্যের সুবিধা হবে।

আমফানের পরেই রাজ্যে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হেলিকপ্টারে চড়ে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন। এরপর বসিরহাটে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, এখনই কেন্দ্র আমফানের জন্য ১হাজার কোটি টাকা দিচ্ছে। শীঘ্রই কেন্দ্রীয় প্রতিনিধি দল এই এলাকায় আসবে। কথা বলবেন ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। ক্ষয়-ক্ষতির বিস্তারিত তথ্য যোগার করবে এই প্রতিনিধি দল।

আমফান তান্ডবের প্রায় ১৫ দিনের মাথায় আসছে এই প্রতিনিধি দল। আমফানে প্রভূত ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকায়। কলকাতাও বিপর্যস্ত হয়ে গিয়েছিল।

জানা গিয়েছে, আন্ত:মন্ত্রক কেন্দ্রীয় দল বৃহস্পতিবারই রাজ্যে আসবে। এরপর শুক্রবার সকালে দুর্গত এলাকার উদ্দেশে রওনা দেবে দলটি। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন আমলারা।

সম্পর্কিত পোস্ট