মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে যাদবপুরের উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। কলকাতা পুলিশ দিয়ে বাধা দেওয়া হল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলকে।
সোমবারই মুখ্যসচিব রাজীব সিনহা যেটা জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলকে যে তারা যদি কারণ দেখাতে না পারেন তাদের বাইরে যেতে দেওয়া হবে না।
ঠিক সেই রকম ভাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্টের ৩৫ সেকশনের নির্দেশিকা অনুযায়ী তারা এসেছেন।
মঙ্গলবার সকালে রাজ্যপাল টুইট করে রাজ্য সরকারকে জানিয়েছিলেন তারা যেন এই প্রতিনিধিদলকে সাহায্য করে। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক পদে পদে বাধা দেওয়া হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে।
মঙ্গলবার শহরের করোনা আক্রান্ত এলাকা গুলিকে চিহ্নিত করে পরিদর্শন করার সিদ্ধান্ত নেয় দলটি যদিও পুলিশের হস্তক্ষেপে পরিদর্শনে বাধা পান তাঁরা।
পুলিশের নির্দেশ মতো এলাকা পরিদর্শনের কথা বলা হলে নাকচ করে কেন্দ্রের প্রতিনিধি দল। কেন্দ্র থেকে যে তালিকা পাঠানো হয়েছে সেই অনুযায়ী এলাকা পরিদর্শনের দাবি রাখেন তাঁরা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চলছে টানাপোড়েন।
মঙ্গলবার দুপুরে গুরুসদয় দত্ত রোডে বিএসএফের দক্ষিণবঙ্গ কার্যালয়ে যান মুখ্যসচিব। সেখানেই ছিলেন পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল। সেখানে মুখ্যসচিবের সঙ্গে কেন্দ্রীয় দলের বৈঠক হয়।
এরপর বিকেল পাঁচটা নাগাদ কেন্দ্রীয় দলটি বিএসএফের অতিথিশালা থেকে বেরিয়ে যাদবপুরের দিকে রওনা হন। তাঁদের সঙ্গে রয়েছেন সাউথ ইষ্ট ডিভিশনের ডিসি দেবস্মিতা দাস ও স্থানীয় থানার আধিকারিকরা।