কেন্দ্রীয় সরকারে জনবিরোধী নীতি সহ ৫ দফা দাবিতে পথে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও ১২ই জুলাই কমিটি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ

  1. মালিকদের স্বার্থে শ্রম আইন সংশোধন করা,
  2. দৈনিক কাজের সময় ৮ঘণ্টার পরিবর্তে ১২ঘণ্টা করার বিরুদ্ধে সোচ্চার
  3. পরিযায়ী শ্রমিকদের মাসিক ন্যূনতম ৭হাজার ৫০০ টাকা অনুদান সুনিশ্চিতকরণ,
  4. পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ
  5. কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি প্রতিবাদ

শুক্রবার গোটা দেশের পাশাপাশি কোচবিহার জেলাতেও ৫ দফা দাবিতে পথে নেমে আন্দোলনে সামিল হল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও ১২ই জুলাই কমিটি।

এদিন কোচবিহার শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে থেকে শুরু হয় এই সংগঠনের যৌথ মিছিল। কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর মিছিল এসে পৌঁছায় কোচবিহার মুখ্য ডাকঘর এর সামনে।

এখানে বিক্ষোভে সামিল হন মিছিলে অংশগ্রহণকারী সংগঠনসমূহের নেতাকর্মীরা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায়, সম্পাদক জগৎজ্যোতি দত্ত সহ শ্রমিক নেতা দীপক সরকার, পার্থ প্রতিম সরকার, রবীন রায় প্রমূখ।

করোনা কাঁটা, এবার বুথে বুথে একুশে জুলাই পালন করবে তৃণমূল

সি আই টি ইউ কোচবিহার জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত এদিন বলেন, গোটা বিশ্বের সাথে এই দেশেও যখন চলছে করোনা পরিস্থিতি। ঠিক এই সময় দেশের বিভিন্ন রাষ্ট্রায়াত্ব শিল্প বেসরকারি করার চক্রান্তে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সরকার।

তাঁর কথায়, ইতিমধ্যেই দেশের ৪১ টি কয়লা খনির ১০০ভাগই বেসরকারি হাতে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের এই সরকার এবং এর পাশাপাশি ক্রমান্বয়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটিয়ে গোটা দেশের সঙ্কট নামিয়ে আনছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার।

এছাড়াও কেন্দ্রের পরিকল্পনাহীন সিদ্ধান্তের ফলে করোনা পরিস্থিতিতে চরম বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকরা।

এভাবেই প্রতিদিন প্রতিনিয়ত দেশের মানুষের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার। তাই কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েই পথে নেমেছেন শ্রমিক কৃষক মেহনতী মানুষ।

সম্পর্কিত পোস্ট