তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সারা দেশে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। নাগরিকত্ব আইনকে হাতিয়ার করেই ২১ এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জয় করতে চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু এই আইনের বিরোধিতা করেই ক্ষমতায় আসেন মমতা।
কেন্দ্রের তরফে আশ্বাস মিললেও ক্ষোভ দেখা দিয়েছিল মতুয়া সমাজের অন্দরে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এবার সেই পথে হাঁটল কেন্দ্র।
আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসী শরণার্থীদের নাগরিকত্বের জন্য আবেদনের কথা জানাল কেন্দ্র।
শুক্রবার কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জারি করা হয়৷ শুধুমাত্র গুজরাত, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা এবং পাঞ্জাবের ১৩ জেলায় যারা বসবাস করছেন তাঁরা এই আবেদন জানাতে পারবেন। এর মধ্যে রয়েছে গুজরাতের মোরবি, রাজকোট, পাঠান, ভদোদরা; ছত্তিসগড়ের দুর্গ এবং বলাদাবাজার; রাজস্থানের জালোর, উদয়পুর, পালি, বারমের এবং সিরোহি; হরিয়ানার ফরিদাবাদ এবং পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দারা এই আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন।
নির্দেশিকায় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালের নিয়মকে কার্যকর করতে বলা হয়েছে।
সিএএ আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত অমুসলিম অথবা ওই দেশের সংখ্যালঘু যারা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসী এবং খ্রীষ্টানরা যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তাঁরা নাগরিকত্ব পাবেন।
২০১৯ সালে আইন তৈরি হলেও এখনও অবধি আইন সংক্রান্ত কোনও নিয়ম জারি করেনি কেন্দ্র৷ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসী এবং খ্রীষ্টানরা নাগরিকত্ব পাবেন।
একমাত্র অনলাইনে এই আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনপত্র খতিয়ে দেখবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। এরপর স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট কেন্দ্রের কাছে গেলে তবেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷