মিটবে টিকার ঘাটতি, শীঘ্রই বাজারে আসছে ‘মেড-ইন-ইন্ডিয়া’ ভ্যাকসিন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশে খুব ধীরগতিতে হচ্ছে করোনার টিকাকরন। যে দ্রুত তা নিয়ে টিকাকরণ শুরু হয়েছিল এখন সেই গতি আর নেই। বরং গোটা দেশজুড়ে টিকার একটা বড় অভাব তৈরি হয়েছে।

বিভিন্ন সময় টিকাকরণকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার ছবিও সামনে আসছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ছাড়াও অনুমোদন দেওয়া হয়েছে স্পটনিক ভি কে।

কেন্দ্রের টিকাকরণ নীতির সমালোচনা করেছেন বিরোধীরা বারংবার। এই পরিস্থিতিতে আসন্ন ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ আগেভাগেই বরাত দিয়ে রেখেছে কেন্দ্র। তৃতীয় পর্বের ট্রায়ালে রয়েছে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন। হায়দ্রাবাদের বায়োলজিক্যাল-ই সংস্থাকে ইতিমধ্যেই দেড় হাজার কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। ভারত বায়োটেক কোভ্যাকসিনের পর এটাই দেশের দ্বিতীয় মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন।

WB Corona- দেশ জুড়ে কমছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার

আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ৩০ কোটি টিকা এই সংস্থা কেন্দ্রের হাতে তুলে দিতে পারলে দৈনিক ১ কোটি করে টিকা প্রদান সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র। কেন্দ্রের চিন্তাভাবনায় সহমত প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

কোভিশিল্ড ও কোভ্যাকসিন একসঙ্গে অনুমোদন পাওয়ার পর বিদেশে ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে বিনামূল্যে টিকা পাঠিয়েছিল কেন্দ্র। জানিয়ে কেন্দ্রকে দোষারোপ করতে ছাড়ছে না বিরোধীরা।
টিকার ঘাটতি মেটাতে ইতিমধ্যেই রাশিয়ার স্পুটনিক’ ভি কে অনুমোদন দিয়েছে কেন্দ্র। অনুমোদনের চূড়ান্ত পর্বের জন্য অপেক্ষা করছে ফাইজার ও মর্ডানা।

মনে করা হচ্ছে দেশজুড়ে এই মুহূর্তে যে টিকা সংকট দেখা দিয়েছে তা পূরণ করতে সক্ষম হবে বায়োলজিক্যাল ই সংস্থা।

সম্পর্কিত পোস্ট