রাজস্ব ঘাটতি মেটাতে রাজ্যের পাশে কেন্দ্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজস্ব ঘাটতি খাতে বাংলার জন্য বরাদ্দ করা হল ৪১৭ কোটি টাকা। শুক্রবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র ও রাজ্য করে বোঝা লাঘব করতে ৬ মাসের কিস্তিতে এই টাকা দেওয়া হবে।

দেশের মোট ১৪ টি রাজ্যের জন্য ৬১৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এর মধ্যে কেরলের জন্য বরাদ্দ করা হয়েছে ১২৭৬ কোটি টাকা।

কেন্দ্র থেকে বরাদ্দ এই টাকা এপ্রিল মাস থেকে আগামী ৬ মাস পাবে রাজ্যগুলি। এর ফলে বর্তমান কোভিড পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে আরও সুবিধা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

যদিও কেন্দ্রের কাছ থেকে রাজ্যগুলির প্রাপ্য টাকার তুলনায় এই সংখ্যা খুবই কম। কোভিড মোকাবিলা এবং অন্যান্য খাতে খরচের জন্য কিস্তির পরিবর্তে এককালীন টাকা চেয়েছিল রাজ্যগুলি। কিন্তু কেন্দ্র তাতে মান্যতা দেয়নি।

এর আগে একাধিকবার জিএসটি বাবদ পাওনা টাকা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবিষয়ে কিছুদিন আগে চিঠিও লেখেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/susant-murder-case-riya-chakrabortys-bail-application-rejected/

কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সাহায্য করা সম্ভব নয়। এমনটা কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যগুলিকে বার্তা দিয়েছিলেন। ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে ঋণ নেওয়ার কথা জানান তিনি।

যদিও রাজ্যের মতে কেন্দ্র এই টাকা না মেটালে বেকায়দায় পড়বে রাজ্যগুলি। তাছাড়া বেশী পরিমাণে সুদ গুনতে হবে রাজ্যগুলিকে। সেকারণেই কেন্দ্রের কাছে ঋণ চায় রাজ্যগুলি।

সম্পর্কিত পোস্ট