১৯ জেলায় সেঞ্চুরি পেট্রোলের, প্রহর গুনছে কলকাতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতায় সেঞ্চুরি হাঁকানোর পথে পেট্রোল। কলকাতাকে পেছনে ফেলে এই মুহূর্তে রাজ্যের ১৯টি জেলা সেঞ্চুরি করল। দার্জিলিংয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ২৮ পয়সা। আলিপুরদুয়ারে লিটার প্রতি ১০০ টাকা ৯০ পয়সা। কোচবিহারে ১০০ টাকা ৭৯ পয়সা। মুর্শিদাবাদে ১০০ টাকার ৭৪ পয়সা। বালুরঘাটে ১০০ টাকায় ৪০ পয়সা। বাঁকুড়া তে ১০০ টাকা ৬০ পয়সা। পুরুলিয়াতে ১০০ টাকা ৮৮পয়সা।
কলকাতায় পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৪ পয়সা। আজ দাম বেড়েছে ৩৯ পয়সা। তবে ডিজেলের দাম রয়েছে একই ৯২টাকা ৭৮ পয়সা। রবিবার বেড়েছিল ডিজেলের দাম ২৪ পয়সা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বাস-ট্যাক্সি অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে গিয়েছে অনেকটাই।
টিটাগড়ে বোমাবাজিতে জখম ১, শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত এলাকা
করোনা আক্রান্তদের সংখ্যা যেভাবে বাড়ছে বাংলা সহ একাধিক রাজ্যে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাস ভাড়া ও ট্যাক্সিভাড়া আরো বাড়লো সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলছেন কমবেশি সকলেই।
কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৬ পয়সা। ডিজেলের দাম ৮৯ টাকা ৩০ পয়সা। মুম্বাইতে পেট্রোলের দাম ১০৫ টাকা ৯৯ টাকা ৯১ পয়সা।