রেজিস্ট্রেশনের পরেই মোবাইলে সার্টিফিকেট ! টিকা কেলেঙ্কারীতে জেরবার আমজনতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিন কয়েক আগে পর্যন্ত টিকা নিয়ে চলেছে হাহাকার। সংবাদমাধ্যমের পর্দায় চোখ রাখলেই দেখা যাবে ভ্যাকসিন সমস্যায় জেরবার আমজনতা। ধৈর্য্যচ্যুতি ঘটিয়ে অনেকেই আবার বিক্ষোভে সামিল হচ্ছেন। তারমধ্যেই ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে চলছে শাসক-বিরোধী উত্তপ্ত বাক্য বিনিময়।
ভুয়ো অফিসার দেবাঞ্জন দেবকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারী অফিসারদের হাতে। দেবাঞ্জন দেবের কসবার সেই ক্যাম্পে যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাদের কাছে কোন সার্টিফিকেট আসেনি। সাংসদ মিমি চক্রবর্তীও একই অভিযোগ করেছিলেন। সেই সূত্র ধরেই ভুয়ো ভ্যাকসিন কানের পর্দা ফাঁস হয়।
রেশ কাটতে না কাটতেই উলাটপুরাণ। আরোগ্য সেতু অ্যাপ থেকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে অনেকেই। নেওয়া হয়নি ভ্যাকসিন। তার আগেই মোবাইলে চলে এসেছে ভ্যাকসিনের সার্টিফিকেট। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন আতঙ্ক ছড়িয়েছে পানিহাটিতে। আদৌ আর ভ্যাকসিন পাওয়া যাবে নাকি তা নিয়ে চিন্তায় পড়েছেন তারা।
কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী লড়াই সম্ভব নয়ঃ সঞ্জয় রাউত
কি করে হলো এমনটা ? এক প্রবীন বাসিন্দার কথায়, তার ছেলে আরোগ্য সেতু অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন। দিনকয়েক বাদেই মোবাইলে সার্টিফিকেট চলে আসে। একই অবস্থা হয়েছে পানিহাটির সুখচরের বাসিন্দা পার্থপ্রতিম বর্মনের। তাঁর ছেলেও আরোগ্য সেতু অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছিলেন। তার ছেলে জানান, “লম্বা লাইন থাকায় অসুস্থ বাবাকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু কোভিশল্ড নেওয়া হয়েছে বলে সার্টিফিকেট চলে এসছে মোবাইলে।”
পার্থপ্রতিম বাবুর ছেলে হেল্পলাইন নম্বারে যোগাযোগ করেন, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে। জানতে চাওয়া হয়, একবার সার্টিফিকেট চলে এলে তা মুছে ফেলার কোন অপশন রয়েছে কিনা। সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এমন কোন অপশন এখনো পর্যন্ত নেই। অগত্যা অন্য কোন মোবাইল নম্বর থেকে অন্য কোনো পরিচয় পত্র দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে।
পানিহাটির একাধিক বাসিন্দা এই সমস্যার সম্মুখীন। প্রশাসনের দাবি যান্ত্রিক গোলযোগের কারণে এমন ঘটনা ঘটেছে। যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে সাহায্য করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন তারা আদৌও পাবেন কিনা, বা কবে পাবেন তা পরিস্কার করে জানানো হয়নি।