আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। টালা থেকে টালিগঞ্জ নাগারে চলছে টিপ টিপ বৃষ্টি। অবশেষে খাতায় কলমে রাজ্যে বর্ষা ঢুকেই গেল।

গত কয়েকদিন ধরেই চলছে কার্যত রোদ বৃষ্টির লুকোচুরি পর্ব। তারই মাঝে মাঝে বেশ গুরুগম্ভীর মেঘের আনাগোনা ও এক আধ ঘন্টার ঝমঝমিয়ে বৃষ্টি। কার্যত বাংলার বর্ষার চিরাচরিত যা রূপ সেটাই এখন দেখা যাচ্ছে রাজ্যের বুকে।

সাধারণত উত্তরবঙ্গে বর্ষা পৌঁছনোর তিন দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে। কিন্তু এ বার একসঙ্গে রাজ্যের দুই প্রান্তেই বর্ষা ঢুকল। আবহাওয়া দফতরের নতুন সূচি অনুযায়ী এখন উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কথা ৮ জুন আর দক্ষিণে ১১ জুন।

ফলে এ বার উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে চার দিন আর দক্ষিণবঙ্গে স্বাভাবিকের এক দিন পর বর্ষা ঢুকল। তবে এখনও রাজ্যের কিছু অঞ্চলে বর্ষার ঢুকতে বাকি রয়েছে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু এখনও প্রবেশ করেনি। তবে আগামী ২৪ ঘণ্টায় সেই অঞ্চলেও বর্ষা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছে ওই সব অঞ্চলেও।

কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ চিকিৎসক সহ জন হোম কোয়ারান্টিনে

এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর আগমন হেতু উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিং জেলায় আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে।

সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বুকে দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দিল্লির মৌসম ভবন থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং কলকাতায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ও।

পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

বর্তমানে তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফলে আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। তাই মৎস্যজীবীদের ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি । বৃষ্টির কারণে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রী সেলসিয়াস নিচে নেমে হয়েছে 29.7 ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 87 থেকে 97 শতাংশ। আলিপুরে বৃষ্টি হয়েছে 51 মিলিমিটার।

এখন দেখার বিষয় এই নিম্নচাপ ঘূর্ণীঝড়ে রূপান্তরিত হয় নাকি নিম্নচাপ হয়েই স্থলভূমিতে প্রবেশ করে।

সম্পর্কিত পোস্ট