হাউস অ্যারেস্টের আবেদন খারিজ, জেল হেফাজতেই ছত্রধর

দ্য কোয়ারি ডেস্ক: গৃহবন্দি থাকার আবেদন জানিয়েছিলেন ছত্রধর মাহাতো। সেই আবেদন খারিজ করে দিল এনআইএর আদালত।

বিচারক পার্থসারথি সেন জানিয়েছেন আপাতত জেলেই থাকতে হবে ছত্রধরকে। ছত্রধরের আইনজীবীরা জানান, কোভিড পরিস্থিতি এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই হেফাজতের বদলে হাউস অ্যারেস্ট এর অনুমতি দেওয়া হোক।

এনআইএ তরফে জানানো হয় ছত্রধরকে বাইরে রাখলে প্রভাব পড়তে পারে। এছাড়াও সমস্ত কোভিড বিধি মেনেই জেলে রাখা হবে ছত্রধরকে।

উল্লেখ্য আগেও এনআইএ তদন্ত করার সময় এই অজুহাতে বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। ২০২০ সালে এন আই এ তদন্ত শুরু করে দুটি মামলার। রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করা এবং ঝাড়গ্রামে বামনেতা দিবাকর মাহাতোকে খুন করার অপরাধে গ্রেফতার করা হয় ছত্রধরকে।

তখন থেকেই এখনও পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন তিনি। 2009 সালে কাঁটাপাহাড় বিস্ফোরণ মামলায় তাকে গ্রেফতার করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর প্রশাসন।

তারপরেই ঝাড়গ্রামে পণবন্দি হয় রাজধানী এক্সপ্রেস। ছত্রধরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, জেলে বসেই ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন জঙ্গলমহলের এই নেতা।

2018 সালে মুক্তি পান সেই মামলা থেকে। তার পরেও পুরোপুরি ঘোচেনি বন্দিদশা। গত বছর জুলাই মাসে রাজ্য কমিটিতে ছাত্রদলকে মনোনীত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেসময় বলেন ছত্রধর মাওবাদী ছিল না। তাই ওকে ফাঁসানো হয়েছিল।

সম্পর্কিত পোস্ট