রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনী ঘন্টা বেজে গিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ক্রমশ তলানীতে গিয়ে ঠেকেছে। অন্তত এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা।

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাতেই কলকাতা এসে পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। ওইদিন সকালেই কলকাতায় এসে পৌঁছয় নির্বাচন কমিশনের ফুল টিম। বৃহস্পতিবার সকালেই বৈঠকে বসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং।

শান্তিপূর্ণ ও অবাধ ভোটের দাবি জানিয়ে বারবার কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। দু’দফায় রাজ্যে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন এসে গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই রিপোর্ট জমা দিয়েছিলেন তিনি দিল্লি নির্বাচন কমিশনে।

ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন অরূপ বিশ্বাস

বুধবার রাজ্যে তিন দিনের সফরে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর একুশের নির্বাচনে আইন-শৃঙ্খলার ওপরে সবথেকে বেশি জোর দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। জ্ঞানবন্ত সিংহের সঙ্গে বৈঠক সমাপ্ত করেই রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন সুনীল অরোরা।

একে অপরের অভিযোগ-পাল্টা অভিযোগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। বারবার রাজনৈতিক দলগুলিকে সতর্কবার্তা দিয়েও লাভ কোন কিছুই হচ্ছে না।

উল্টে বিরোধীরা অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে। একুশের নির্বাচনের আগে পরিস্থিতি কোন দিকে যায় আপাতত তাই ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। তবে বৃহস্পতিবার নির্বাচন কমিশন বৈঠক সেরে কি সিদ্ধান্ত নেয় এবং তিন দিনের সফরের পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি রিপোর্ট জমা পড়ে সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট