নির্বাচনী প্রস্তুতির হোমওয়ার্ক সারতে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু নির্বাচন প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সমস্ত প্রশ্নের জবাব দিতে সমস্ত কাজ আগেভাগেই সেরে নিতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
বৈঠকে জেলাশাসকদের থেকে বুথের নিরাপত্তা, আইনশৃংখলা এবং পোস্টাল ব্যালট বিতরণ সহ সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন সিইও আরিজ আফতাব। সূত্রের খবর, করোনার কথা মাথায় রেখে অতিরিক্ত বুথগুলির চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সেবিষয়েও এদিন রিপোর্ট জমা করেন জেলাশাসকরা।
একইসঙ্গে কোভিড প্রটোকল মেনে জেলাগুলির স্বাস্থ্য সংক্রান্ত নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করে সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে। এবিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলিকে আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভোটের আগে ফের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে টার্গেট মমতার
নির্বাচনের প্রস্তুতিতে কোনভাবেই যাতে না কোনও খামতি থাকে সেবিষয়ে জেলাশাসকদের অবগত করেছেন মুখ্য নির্বাচনী কমিশনার আরিজ আফতাব।
বৃহস্পতিবারেই রাজ্যে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুই দিনের সফর সেরে ফের কেরলের উদ্দেশ্যে রওনা দেবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের নির্বাচনের প্রস্তুতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নিয়ে ১৫ তারিখ দিল্লি পৌঁছাবেন তাঁরা।
দিল্লিতে গিয়ে ফের রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে চুড়ান্ত দফার বৈঠক সারতে চাইছে ফুল বেঞ্চ। সূত্রের খবর, ১৮ তারিখের পর যে কোনও দিন ঘোষিত হতে পারে নির্বাচনের দিনক্ষণ। তাই আগে থেকে সমস্ত কাজ সেরে ফেলতে চাইছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।