শেষ মুহূর্তের ভোট পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক

দ্য কোয়ারি ওয়েব: রাজ্যে আসন্ন চারটি বিধানসভা (assembly election) কেন্দ্রের উপ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আজ সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ বিকেলে কোচবিহার, নদীয়া ও দুই চব্বিশ পরগনার নির্বাচনী আধিকারিক দের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। বৈঠকে কভিদ বিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে।

এই দিকে চার কেন্দ্রে আজ সন্ধ্যায় নির্বাচনী প্রচারের সময়সীমা শেষ হয়েছে। উল্লেখ্য আগামী শনিবার রাজ্যের দিনহাটা, খরদা,শান্তিপুর এবং গোসাবা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

এই জন্য ইতিমধ্যেই ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। রাজ্য সরকার সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে থাকা সব সরকারি এবং আধা সরকারি অফিসে ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা করেছে।

সম্পর্কিত পোস্ট