উত্তরসূরি পদে বিচারপতি এনভি রামানার নাম প্রস্তাব প্রধান বিচারপতি এসএ বোবদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদের জন্য কেন্দ্রের কাছে বিচারপতি এনভি রামানার নাম প্রস্তাব প্রধান বিচারপতি এসএ বোবদের। কেন্দ্রীয় আইনমন্ত্রীর চিঠির উত্তরে এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি।
এপ্রিল মাসের ২৩ তারিখে শেষ হচ্ছে প্রধান বিচারপতি এসএ বোবদের মেয়াদ। পিটিআই সূত্রে খবর, উত্তরসূরি পদে নাম সুপারিশের জন্য প্রধান বিচারপতি এসএ বোবদের কাছে শুক্রবার চিঠি পাঠান কেন্দ্রীয় আইন মন্ত্রী রবী শঙ্কর প্রসাদ। সেই চিঠির জবাবেই বুধবার বিচারপতি এনভি রামানার নাম উল্লেখ করেন তিনি।
সুপ্রিম কোর্টের বর্ষীয়ান বিচারপতিদের মধ্যে একজন এনভি রামানা। আগামী বছরেই শেষ হচ্ছে তাঁর মেয়াদ। এর আগে ২০০০ সালে অন্ধ্রপ্রদেশের বিচারপতি পদে নিযুক্ত হন তিনি। এছাড়াও দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত ছিলেন দীর্ঘ সময়। ২০১৪ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন অন্ধ্রপ্রদেশে চাষীর পরিবারের সন্তান।
আরও পড়ুনঃ মাও হামলায় ছত্তিসগড়ে মৃত তিন পুলিশ
সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট রায় দেয় কি কারণে দীর্ঘ সময় ধরে কি কারণে জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে? তা তদন্ত হওয়া দরকার। সেই বেঞ্চে উপস্থিত ছিলেন এনভি রামানা। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বর্ষীয়ান বিচারপতিদের প্রাধান্য দেওয়া হয়। এক্ষেত্রেও একই প্রাধান্যতা বিচারপতি এনভি রামানা পাবেন বলে মনে করা হচ্ছে।
২০১৯ সালের নভেম্বরে প্রধান বিচারপতি পদে নিযুক্ত হন এসএ বোবদে। এরই মধ্যে একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন প্রধান বিচারপতি এসএ বোবদে। তার মধ্যে কয়েক দশক ধরে চলা অয্যোধ্যার রামমন্দির নিয়ে রায় সবথেকে উল্লেখযোগ্য।