মুখ্যমন্ত্রীর ব্যবহার অতীব দুঃখজনক, ‘যশ’ বৈঠক নিয়ে মন্তব্য শুভেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বর্ণনা দেন শুক্রবার ‘ যশ’ নিয়ে রিভিউ মিটিংয়ে ঠিক কী হয়েছিল। তিনি বলেন দিল্লির নেতারা বদনাম অপমান করছে। পাল্টা সাংবাদিক বৈঠক করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর ব্যবহার অতীব দুঃখজনক। তিনি সংবিধান মানছেন না। মুখ্যমন্ত্রীকে সংবিধান মেনে চলার পরামর্শ দেন তিনি।
শুক্রবার ‘যশ’ নিয়ে কলাইকুণ্ডলা বিমানঘাঁটিতে বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু শুভেন্দু অধিকারীর উপস্থিতির কথা শুনেই কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ সেরে ফিরে আসেন তিনি। এমনকি গুজরাতের বৈঠকে কেন বিরোধী দলনেতাকে ডাকা হল না? সেই প্রশ্ন তোলেন তিনি। যা নিয়ে বেড়েছে রাজনৈতিক পারদ৷
এবিষয়ে বিধানসভার বিরোধি দলনেতার মন্তব্য, ওড়িশার বৈঠকেও বিরোধী দলনেতাকে ডাকা হয়েছিল। কিন্তু কোভিডের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এটা মুখ্যমন্ত্রীর জানা ছিল না৷ তিনি আরও বলেন, বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেও ডাকা হয়েছিল৷ যাতে ক্ষয়ক্ষতির খতিয়ানে কোনও কারচুপি না থাকে। মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের ব্যবহার অবমাননাকর বলে দাবী করেন শুভেন্দু অধিকারী।
বাংলায় গণতন্ত্র ধ্বংস হচ্ছে। এই মর্মে ১ জুন থেকে ৩ জুন প্রচারে নামবে রাজ্য বিজেপি।
এদিন মমতা বন্দোপাধ্যায় আরও বলেন, প্রধানমন্ত্রীর দফতর একপেশে খবর দিচ্ছে। বিজেপি নেতারা টুইটারে বৈঠক নিয়ে নানা তথ্য ছড়াচ্ছে। রাজ্যের প্রয়োজনে প্রধানমন্ত্রীর পায়ে ধরতে রাজি রয়েছেন বলে জানান মমতা৷ পাল্টা এবিষয়ে শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রীর পায়ে ধরার প্রয়োজন নেই। আপনি সংবিধানটুকু মেনে চললেই হবে।