প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার ‘নীতি আয়োগে’র বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সমস্ত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেনেন্ট গর্ভনরকে আগামী ২০ ফেব্রুয়ারি  ‘নীতি আয়োগের’ ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর।

নবান্ন সূত্রে খবর, সেই আলোচনায় যোগদান  থেকে বিরত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠক এড়িয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে কেন্দ্রের একাধিক বৈঠক এড়িয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী একাধিকবার অভিযোগ তুলে জানিয়েছেন  , নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন তুলে দিয়ে এই ‘নীতি আয়োগ’ করার কোনও যুক্তি নেই। এই কমিটির কোনও গুরুত্ব নেই, অর্থনৈতিক সুবিধা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই । তাই আলোচনায় যোগ দেওয়ার অর্থহীন হিসেবেই দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ নিমতিতা বোমা বিস্ফোরণে: বাংলাদেশ লাগোয়া এলাকায় এত ঠুনকো নিরাপত্তা বলয়?

শনিবার ভার্চুয়ালে নীতি আয়োগের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত দেশের নতুন কৃষি আইন, কৃষি নীতি, পরিকাঠামো, মানবসম্পদ উন্নয়ন-এর মতো একাধিক বিষয়ে আলোচনা করা হবে সেখানে।

এবারের নীতি আয়োগে আলোচনায় প্রথমবার অংশগ্রহণ করবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। ২০২০ সালে করোনা কারণে দীর্ঘদিন এই বৈঠক সম্ভব হয়নি। আর সে কারণেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠক এড়িয়ে যাওয়ার মূলত কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত আরও একবার প্রকাশ্যে এল। মূলত তাঁর পুরনো অবস্থান থেকে সরছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অতীতের পথে হেঁটেই এবারের ‘নীতি আয়োগ’-এর ষষ্ঠ বৈঠক এড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট