প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একনজরে রাজ্যের করোনা পরিস্থিতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  করোনা মোকাবিলায় আগামী ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়য়।

তার আগে একনজরে রাজ্যের করোনা পরিস্থিতিঃ 

উত্তর ২৪ পরগনা

জেলায় আজ পর্যন্ত ৭৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। জেলার ৩১ টি কোয়ারেন্টাইন সেন্টারে 70 জন ভর্তি রয়েছে বলে জানা গেছে।

নোবেল করোনা ভাইরাসকে শেষ পর্যন্ত হার মানিয়ে বাড়ি ফিরেছেন উত্তর ২৪ পরগনার খড়দহ থানার বাসিন্দা ৭২ বছরের পরেশ ঘোষ। খুশি পাড়া-প্রতিবেশীরা।

জ্বর সর্দি ও কাশি নিয়ে গত ২৬শে মার্চ পরেশবাবু দমদম নাগের বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। শেষ পর্যন্ত চিকিৎসায় সাড়া দিয়ে করোনা যুদ্ধে জয় লাভ করেন পরেশ বাবু।

হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে সম্বর্ধনা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেন।

মুর্শিদাবাদ

বিদেশ ফেরত ৩৬ জন জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন ৯৬৬ জন।

ভিন রাজ্য ফেরত ২৬২২ জন জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারি তে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। ভিন রাজ্য ফেরত ৪০হাজার ২২৮ জন হোম কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন।

কোয়ারান্টাইন কেন্দ্রে রয়েছেন ২৮ জন। বহরমপুর আইসোলেসন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৫ জন। জেলার বাইরে কলকাতায় চিকিৎসাধীন ১ জন করোনা পজিটিভ।

পুরুলিয়া

জেলা থেকে আরও ৭ জনের লালারসের নমুনা পাঠানো হল কোভিড পরীক্ষার জন্য। এনিয়ে মোট ৮৩ জনের নমুনা পাঠানো হল পুরুলিয়া জেলা থেকে।

তবে এখনও পর্যন্ত যে রিপোর্ট এসেছে তাতে কারও পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি। এদিন সরকারী কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে আরও দশ জনকে। হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৩৫ জনকে।

নজরে হাওড়া, জেলা জুড়ে চলছে কড়া নজরদারি

অন্যদিকে  শবরদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পুরুলিয়া ১ নম্বর ব্লকের অকড়বাইদ গ্রামের শবর পাড়ায় যান জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। ৬৫টি শিশুকে পুষ্টিকর ছাতুর প্যাকেট তুলে দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস।

এছাড়াও বয়স্কদের করা হয় থার্মাল স্ক্যানিং। আধিকারিকরা দরিদ্রদের জন্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার বিস্তৃত ব্যাখ্যা করেন। শবর সহ দরিদ্র মানুষজন রেশন সামগ্রী ও অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে সঠিক পরিমানে খাদ্যদ্রব্য পাচ্ছেন কিনা সেসবও খতিয়ে দেখেন।

পূর্ব বর্ধমান

জেলায় আজ নতুন করে করোনা আক্রান্তের কোন খবর নেই। করোনা সন্দেহে বর্ধমানের বটতলার বেসরকারি হাসপাতালে আইসোলেশনে ভর্তি রয়েছেন ৮১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন।

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন ৭জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন একজন। আজ ২৫ জনকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।

বাইরে থেকে ফিরে 28 দিনের নজরদারিতে রয়েছেন ৬৮১ জন। ওই সময়সীমার মেয়াদ উত্তীর্ণ করেছেন ৩২৮৪৩জন।

কোচবিহার

আজ নতুন করে ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল পর্যন্ত ১৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয় যার প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। কোচবিহার জেলায় হোম কোয়ারেন্টাইন এ ১৬৪৯ জন রয়েছেন, সরকারি কোয়ারেন্টাইন রয়েছেন ২০২ জন। এখনো পর্যন্ত এই জেলায় কোন আক্রান্ত হওয়ার খবর নেই।

নদীয়া

জেলা থেকে নতুন করে 13 জনের স্যাম্পল কলকাতায় পাঠানো হয়েছে। করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে জেলার বিভিন্ন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করতে হয়েছে। বর্তমানে মোট ৩৩ জন জেলার বিভিন্ন আইসোলেশন ওয়ার্ডে রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে নতুন করে 6জনকে আনা হয়েছে। বর্তমানে মোট কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে ১৯১ জন রয়েছে।

অন্যদিকে এর পর্যন্ত ১০৫২ জনকে কোয়ারেন্টাইন থেকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট