করোনায় সতর্কবার্তা প্রচারে রাজপথে মুখ্যমন্ত্রী, ঘুরে দেখলেন পার্কসার্কাস, রাজাবাজার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউন সফলভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখতে এবার কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার পার্ক সার্কাসে যান মুখ্যমন্ত্রী। লকডাউন মেনে চলার জন্য এলাকাবাসীকে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজাবাজারে গিয়েও একই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন বিকেলে পার্ক সার্কাসে গিয়ে গাড়ি থেকেই এলাকাবাসীকে লকডাউন সফলভাবে পালন করতে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। নোভেল করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।
এদিন মুখ্যমন্ত্রী পার্ক সার্কাসে গিয়ে বলেন, `কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে বলেই লকডাউন চলছে। করোনা মোকাবিলায় সবাই সতর্ক থাকুন। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। কোনও অসুবিধা হলে পুলিশকে জানান। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।`
মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে যাদবপুরের উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল
লকডাউনের জেরে বহু মানুষের অসুবিধা হচ্ছে, একথা আরও একবার স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, `লকডাউনের জেরে বহু মানুষের অসুবিধা হচ্ছে, তা জানি। লকডাউন না চললে আপনাদের সঙ্গে গিয়ে দেখা করতাম। কিন্তু লকডাউনের জেরে তা সম্ভব হচ্ছে না। আপনারাও ঘরে থাকুন, সুস্থ থাকুন। এই লড়াইয়ে পাশে থাকুন।`
পার্ক সার্কাসে যাওয়ার আগে এদিন রাজাবাজারেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় প্রশাসনকে সবরকমভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকেও ওই এলাকায় কারও কোনও অসুবিধা হলে দ্রুত সাহায্য করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।