১৪৪ ধারার মাঝেই বিপ্লব দেবের জনসভা, মুখ্যসচিবের দ্বারস্থ তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত রুখতে ত্রিপুরা জুড়ে জেরে ১৪৪ ধারা। বাতিল করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। এই পরিস্থিতিতেই এবার ত্রিপুরায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লবদেব।
আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী হলে ৫০০ জনের উপস্থিতিতে জনসভা করেন বিপ্লব দেব।মুহুর্তের মধ্যে সেই সভার খবর ও ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপ্লবদেব সরকারকে কার্যত তুলোধনা করেছে ঘাসফুল শিবির। কী করে ১৪৪ ধারা ভেঙে সভা করলেন মুখ্যমন্ত্রী? সেই প্রশ্ন তুলেই মুখ্যসচিবের দ্বারস্থ হয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।
একের পর এক নেতাদের তৃণমূল যাত্রা দেখে ত্রিপুরায় দায়িত্বভার বদলে দিল কংগ্রেস
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর দলীয় কর্মসূচিতে ত্রিপুরা সফরের কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। ঘাসফুলকে রুখতে রাজ্য জুড়ে করোনা পরিস্থিতির কথা তুলে ধরে ১৪৪ ধারা জারি করে সরকার।বাতিল হয় অভিষেকের সফর।
প্রসঙ্গত, ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় সংসদের বাদল অধিবেশনে সরব হয়েছিল তৃণমূল। বিপ্লব দেব প্রশাসনের এই আচরনে ত্রিপুরায় শাসক-বিরোধী সংঘাত নতুন মাত্রা পেল বলেই মনে করছে পর্যবেক্ষকরা।