ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, “নির্বাচনে বিজেপিকে খালি হাতে ফেরাবে উত্তরের মানুষ”-উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটের সময় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করবেন তিনি।সূত্রের খবর, সেই সঙ্গে আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস, অনিত থাপা, রবীন্দ্রনাথ ঘোষ, মৌসম বেনজির নুর,বিজয়চন্দ্র বর্মন এবং ইন্দ্রনীল সেন এবং বিনয় তামাং।

তিন দিনের এই সফরে দুদিনই থাকবেন তিনি আলিপুরদুয়ার জেলায়। তৃণমূল সূত্রে খবর, আগামী নির্বাচনকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী চাইছেন উত্তরে জোড়াফুলের মাটি শক্ত করতে।

তৃণমূল সূত্রে খবর, আগামীকাল ফালাকাটায় একটি গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। ৩ তারিখ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কর্মীদের নিয়ে কর্মীসভা করবেন তিনি।

এলাকার নেতৃত্বদের মধ্যে বিবাদ ব্যাঘত ঘটাচ্ছে উন্নয়নমূলক কাজে। যার প্রভাব পড়ছে আমজনতার মধ্যে। যা নতুন করে চিন্তায় ফেলেছে দলনেত্রীকে। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ফালাকাটা থেকেও অনেকেই নাম লিখিয়েছেন বিজেপি শিবিরে।

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দাঁত ফোটাতে পারেনি জোড়াফুল। উপনির্বাচনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয় তৃণমূলকে হারানো মাটি ফিরিয়ে দিয়েছিল। তবে রাজীবের দলবদলে এখন অনেকেই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।

দল ভাঙাতে বিমান পাঠাও, পরিযায়ী শ্রমিকরা হাঁটার সময় মনে থাকে না, কটাক্ষ অনুব্রত মন্ডলের

এর আগে জানুয়ারী মাসে উত্তরবঙ্গে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবারে গিয়ে দলের জীর্ণ দশা থেকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছিলেন তিনি। স্পষ্ট বার্তা দিয়েছিলেন গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দলকে একযোগে কাজ করতে হবে। তবে তাতে বিন্দুমাত্র পরিস্থিতির পরিবর্তন করা হয়নি।

উল্লেখ্য, দুপুর ২.১০ মিনিটে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমান বন্দর থেকে সড়ক পথে আসবেন বাঘাযতীন পার্কে। রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিপি সিং। খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে। আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে।

রবীন্দ্রনাথ ঘোষের কথায়, উত্তরবঙ্গের পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই ভালো। লোকসভা নির্বাচনে যে ড্যামেজ হয়েছিল আমাদের কর্মীদের সঙ্গে সর্বদা কাজ করে সেই ক্ষতি পূরণ করতে পেরেছি। বিধানসভা নির্বাচনে খালি হাতে বিজেপিকে ফিরতে হবে।

সম্পর্কিত পোস্ট