শীর্ষ স্বাস্থ্য অধিকর্তার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের এক শীর্ষ স্বাস্থ্য অধিকর্তার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর। টুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, ‘‌চিকিৎসক বিপ্লবকান্তি দাশগুপ্তের মৃত্যু আমাদের কাছে বড় ক্ষতি। এই দুঃসময়ে তাঁর পরিবারের সঙ্গে সমব্যাথী। মানবজাতির স্বার্থে তাঁর এই আত্মত্যাগ আমাদের করোনা যোদ্ধাদের আরও সঙ্কল্পবদ্ধ করবে।’‌

 

গত ১৭ এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে বিপ্লববাবুর। বেশ কয়েকদিন ভর্তি ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে।

করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন আরও ১০

শনিবার মাঝ রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর মাস আটেক আগে হৃদরোগের জন্য এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। অত্যধিক মাত্রায় সুগার এবং হাইপার টেনশন ছিল বলেও জানা গিয়েছে।

বিশিষ্ট চিকিৎসক তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘‌আইএমএ–এর বর্ষীয়ান সদস্য ছিলেন। তাঁকে আমরা হারালাম। ওঁর স্ত্রীও করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’‌

সম্পর্কিত পোস্ট