করোনার তৃতীয় ঢেউ রুখতে নবান্নে জরুরী বৈঠকে মুখ্যসচিব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃতীয় তরঙ্গ নিয়ে নবান্নতে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদি। উচ্চপর্যায়ের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সমস্ত জেলা শাসক এবং জেলা এস পি দের উপস্তিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে এই জরুরি বৈঠক। বৈঠকে তৃতীয় তরঙ্গ থেকে সার্বিক ভাবে মোকাবেলা করার ব্লুপ্রিন্ট তৈরি হবে এই বৈঠকে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এখনো জেরবার গোটা বিশ্ব। এরই মাঝে তৃতীয় তরঙ্গ কড়া নাড়ছে দুয়ারে এমনই ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। দিল্লির এইমস সহ দেশ-বিদেশের একাধিক তাবড় প্রতিষ্ঠান তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক হওয়ার আবেদন আগেই জানিয়েছে। এবার সরাসরি সেই রিপোর্ট জমা পরল প্রধানমন্ত্রীর দপ্তরে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট তরফে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে অক্টোবর মাসেই চরম পর্যায়ে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ। সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে সংক্রমনের আশঙ্কা বেশি। সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

আফগানিস্তান থেকে বিমান অপহরণ বার্তা তুলে নিল ইউক্রেন

দেশের চিকিৎসা ব্যবস্থার হাল-হকিকত দেখে সেই রিপোর্টে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আক্রান্ত হলে যে পরিকাঠামোর প্রয়োজন তার বেশিরভাগ ব্যবস্থাই এদেশে নেই। এছাড়া চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি ভ্যাক্সিনেশনের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে।

চিকিৎসকেরা জানাচ্ছেন করোনার তৃতীয় কেউ রুখতে বিলম্ব না করে দ্রুত ভ্যাকসিন দিতে হবে আমজনতাকে। দেশের মাত্র ১০ কোটি মানুষ টিকার দুটি করে ডোজ পেয়েছেন। একটা বড় অংশের মানুষ বঞ্চিত টিকার প্রথম ডোজ থেকে। আর তাতেই আশঙ্কার মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট