কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করতে নাছোড়বান্দা পাকিস্তান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার থেকে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে উপত্যকায়। সরকারী রিপোর্ট অনুযায়ী ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর। তবুও আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করতে মরিয়া পাকিস্তান। কিন্তু একমাত্র মিত্র চিন ছাড়া আর কোনও দেশ পাকিস্তানের পাশে থাকতে নারাজ।
বুধবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বন্ধু চিনকে পাশে নিয়েই আন্তর্জাতিক মহলে ভারতকে খোঁচা দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু শেষমেশ সেটাও ধোপে টিকল না।
বরং আন্তর্জাতিক মহলের তরফে জানিয়ে দেওয়া হয় কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এতে আবারও একবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল ইসলামাবাদের।
বুধবার রাষ্ট্রসংঘের ভারতীয় সদস্য সৈয়দ আকবরউদ্দিন পাকিস্তানকে কটাক্ষ বলেন, “বারবার কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মহলে টেনে এনে মিথ্যা রটানোর চেষ্টা করছে ইসলামাবাদ।
নাম না করে এদিন চিনকেও নিশানা করেই তিনি বলেন, এর আগেও দেখা গিয়েছে রাষ্ট্রসংঘের একমাত্র সদস্য ভারতের পাশে দাঁড়িয়েছে।
এদিনেও একই ঘটনার পুনরাবৃত্তি হল। কিন্তু বাকিদের পাশে পেল না ইসলামাবাদ।
গত ৫ ই অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭ ধারা তুলে নেয় কেন্দ্র। তারপর থেকেই দুই পড়শি দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা ক্রমশ বাড়তে থাকে। ভারতের সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় পাকিস্তান।
এমনকি কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলেও ভারতকে কোণঠাসা করতে উদগ্রীব হয় ইসলামাবাদ। যদিও প্রত্যেকবারেই বন্ধু চিন ছাড়া আর কাউকেই পাশে পায়নি তাঁরা।
চিন ছাড়া বাকি রাষ্ট্রসংঘের সদস্যদের তরফে জানিয়ে দেওয়া হয় কাশ্মীর ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। এব্যাপারে হস্তক্ষেপ করতে নারাজ তাঁরা।
এদিনের বৈঠকের চিন ছাড়া জম্মু-কাশ্মীর ইস্যুতে কোনও মত প্রকাশ করেন আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ডের মত চার শক্তিশালী দেশ।
তাই এবারেও ভারতের পাশে তাঁরা থাকবেন বলে মত কূটনৈতিক মহলের।
Today @UN…our flag is flying high.
Those that launched a “False Flag” effort got a stinging response from our many friends… 🙏🏽 pic.twitter.com/X0jJgassn2
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) January 15, 2020
বুধবার রাতেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে টুইটারে সমস্ত দেশকে ধন্যবাদ জানিয়েছেন সৈয়দ আকবরউদ্দিন।