সমঝোতার পথে হাঁটতে চায় চিন, দাবী শি জিনপিংয়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগ্রাসন নয় বরং সমঝোতার পথে হাঁটতে চায় চিন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যে উঠে এল এমনই এক মন্তব্য। চিন কোনও দেশের এলাকা অধিকার করে শান্তি ভঙ্গ করতে চায় না। দাবী চিনা প্রসিডেন্টের।
মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম সাধারণ সভাতে বক্তব্য রাখেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আমরা আলোচনার মাধ্যমে অন্য দেশের সঙ্গে সমস্যা সমাধানের কাজ চালিয়ে যেতে ইচ্ছুক।
কোনও দেশের এলাকা অধিকার করে শান্তি বিঘ্নিত করতে নারাজ চিন। কোনও দেশের সঙ্গে যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ করতে চায় না বেজিং।
একাধিক দেশ এই মুহুর্তে চিনের বেশ কয়েকটি এপ নিজেদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে যাতে চিনের অর্থব্যবস্থা ব্যপকভাবে ধাক্কা খেয়েছে।
এদিন পিপলস লিবারেশন আর্মির সেনাপ্রধান শি জিনপিং বলেন, চিনের মধ্যে যা কিছু ভালো জিনিস তৈরি হবে তা আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে গোটা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চায় চিন। চিনা প্রেসিডেন্টের সাফ বার্তা বন্ধ ঘরের মধ্যে বসে থেকে কখনোই উন্নতি সম্ভব নয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/opposition-to-the-agriculture-bill-opposition-mps-in-a-meeting-with-president-ramnath-kobind/
চিনের উহান প্রদেশ থেকে মারন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চিনকেই দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের বক্তব্যে শি জিনপিং বলেন, বিজ্ঞানের ওপর আস্থা রেখে গোটা বিশ্বকে একজোট হয়ে আমাদের লড়তে হবে। এই বিষয়ে রাজনীতি করা উচিত নয়।
করোনা সংক্রমণের পাশাপাশি লাদাখ সীমান্তে ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি ভারত এবং চিনের বন্ধুত্বে ফাটল ধরিয়েছে। ভারতের তরফে একাধিকবার আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করা হলেও সেনা সরাতে রাজি হয়নি চিন।
ইতিহাস সাক্ষী রয়েছে যারা আগ্রাসনের পথ নেয় তাদের অস্তিত্ব মুছে যায়। লাদাখে গিয়ে এমনটাই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন আগ্রাসন থেকে সরিয়ে গিয়ে সমঝোতার পথ অবলম্বন করতে হচ্ছে চিনকে।